Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা হিসাব রক্ষন অফিস, মহম্মদপুর, মাগুরা

কর্মকর্তা =02 জন

অডিটর= 02 জন

জুনিয়র অডিটর = 01 জন

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর= 00 জন

অফিস সহায়ক = 00 জন

 

অফিসের নাম:

(বাংলা):উপজেলা হিসাব রক্ষন অফিস, মহম্মদপুর, মাগুরা

(ইংরেজী): Upazila Accounts Office,Mohammadpur,Magura.

সংক্ষিপ্ত : UAO

 

 

একনজরে সেবা সমূহ:

* বেতন ভাতাদির বিল পাশ

* অনলাইনে বেতন ও পেনশন নির্দ্ধারণ

* ছুটির হিসাব সংরক্ষন ও প্রত্যয়ন পত্র প্রেরন

* এলপিসি ইস্যু ( প্রতিস্বাক্ষর করণ)

* সরবরাহ ও সেবা, মেরামত ও সংরক্ষন ও অন্যান্য খাতের বিল পাশ

* জিপিএফ চুড়ান্ত পরিশোধের নিমিত্ত অথরিটি পত্র জারী

* সরকারী কর্মচারীদের বিভিন্ন ঋন অগ্রিম পরিশোধ

* পেনশন ও আনুতোষিক পরিশোধ

* সিএও অফিসের অথরিটির ভিত্তিতে অনুদান ও প্রকল্পের ছাড়কৃত অর্থের বিল পাশ

* সরকারী কোষাগারে জমাকৃত অর্থের চালান রিফিকেশন

* জিপিএফ হিসাব খোলা

* জিপিএফ সুদ গণনা করা ও সমাপ্তি জের নির্দ্ধারন এবং একাউণ্টস স্লিপ জারী করা

* ঋন ও অগ্রিমের সুদ গণনা ও প্রত্যয়ন পত্র প্রদান

* নিরীক্ষাধীন বিলের হিসাবের সাথে ইউএও অফিসের হিসাবের সংগতি সাধন

* সোনালী ব্যাংকের সাথে প্রাপ্তি ও পরিশোধের হিসাবের সংগতি সাধন ।

 

 

উপজেলা হিসাব রক্ষন অফিস, মহম্মদপুর, মাগুরাকে  IBAS++ এর আওতায় আনা হয়েছে ।স্থানীয় সোনালী ব্যাংকের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে অনলাইনে এডভাইস প্রেরন,চেক অবমুক্তি ও চেক সংগতি সাধনের কাজ সহজতর করা হয়েছে ।বিল পাশের অপেক্ষমান গড় সময় কমিয়ে আনা হয়েছে । এ কার্যালয়ের নিরীক্ষাধীন সরকারী কর্মচারী এবং পেনশনারদের  OnLine Pay Fixation এবং Pension Fixation সফল ভাবে সম্পন্ন করা হয়েছে। সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে কর্মরত অডিটরদের মধ্যে অফিস ভিত্তিক কোড অনুযায়ী কর্মবণ্টণ করা হয়েছে । অন লাইনে এলপিসি গ্রহন ও প্রেরন করা হচ্ছে ।